প্রচণ্ড শীতে দুস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পশ্চিমবঙ্গ ইউনিটের উদ্যোগে ও উৎকর্ষে আরোহনের সহযোগিতায় শুক্রবার কলকাতার আয়কর ভবন অ্যানেক্সের ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হলো শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ‘মেকিং দিস উইন্টার ওয়ার্মার ফর অল’ শীর্ষক এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতকাতর ও দুস্থ মানুষের হাতে প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ করেন পশ্চিমবঙ্গ ও সিকিম বিভাগের প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ। তিনি বলেন, শীতের মরশুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে উপস্থিত আইটিএসইডব্লিউএ-র পশ্চিমবঙ্গ ইউনিটের যুগ্ম সম্পাদক সত্যব্রত প্রামানিক বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও বটে; এই ধরনের কর্মসূচি সামাজিক সংহতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে।
এদিন সংগঠনের পক্ষ থেকে আদিবাসী মহিলা ফুটবল খেলোয়াড়দের উন্নয়নের লক্ষ্যে ভাঙড় স্পোর্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সেক্রেটারি অমিত সুর জানান, বিরভূম, বাঁকুড়া, বর্ধমানসহ বিভিন্ন জেলা থেকে আদিবাসী মহিলাদের খেলাধুলার প্রতি আগ্রহ গড়ে তুলতে এবং তাঁদের প্রতিভা বিকাশে এই অর্থ ব্যয় করা হবে। মানবিক সহানুভূতি ও সামাজিক দায়িত্বের মেলবন্ধনে এই উদ্যোগ শীতের দিনে উষ্ণতার বার্তা ছড়িয়ে দিল।

