তাপস রায়, আজটকস :শীতের সাংস্কৃতিক মরশুমে কলকাতা আবারও প্রস্তুত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এক বৈশ্বিক মিলনমেলার জন্য। বোরোলিন নিবেদিত এবং ইভেন্টাইজার আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF) ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২০ থেকে ২৫ জানুয়ারি।পূর্ব ভারতের অন্যতম দীর্ঘতম ও মর্যাদাপূর্ণ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত IKSFF এ বছর হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হচ্ছে। অ্যাডামাস ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং কলকাতার রোটারি সদনে সরাসরি প্রদর্শনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ই-ফিল্মজোন-এর মাধ্যমে অনলাইনেও চলচ্চিত্র উপভোগের সুযোগ থাকছে।এবারের উৎসবে বিশ্বের ৩৪টি দেশের ৩০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আন্তর্জাতিক, জাতীয় ও বেঙ্গলি প্যানোরামা বিভাগের পাশাপাশি থাকছে শর্ট ডকুমেন্টারি, মিউজিক ভিডিও এবং কমার্শিয়াল ফিল্মের বিশেষ প্রদর্শনী। এই বৈচিত্র্যময় নির্বাচনের মাধ্যমে সমসাময়িক সমাজ, মানবিক অনুভূতি ও নতুন ভাবনার শক্তিশালী প্রতিফলন তুলে ধরা হবে।উল্লেখযোগ্য আন্তর্জাতিক চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে রাশিয়ার Trezor the Dog ও Ghost, অস্ট্রেলিয়ার Black Balloons এবং শ্রীলঙ্কার If You Hear Me Over। ভারতীয় বিভাগে বিশেষভাবে নজর কেড়েছে Ulto Rajar Desh, RU BA RU, Tea Kottu, Beyond the Sands এবং Echoes of Us। ডকুমেন্টারি বিভাগে প্রদর্শিত হবে Baluka Kala: Sand Artist, The Turtle Warrior এবং The Corpse Taker-এর মতো গুরুত্বপূর্ণ কাজ।এ বছর উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রবীণ অভিনেত্রী সবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত তাঁর প্রথম শর্ট ফিল্ম আকাশ প্রদীপ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ডিস্ট্যান্স। এই অংশগ্রহণ উৎসবের মর্যাদাকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করছেন আয়োজকরা।lKSFF ২০২৬-এর অন্যতম নতুন সংযোজন CineBridge, যা ২৪ জানুয়ারি রোটারি সদনে অনুষ্ঠিত হবে। এটি স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি শিল্প-সংযোগ ও মার্কেট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি চালু হয়েছে ShortFlicks – দ্য শর্ট ফিল্ম হাব, উৎসবের অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্ম।উৎসব চলাকালীন ২০ ও ২১ জানুয়ারি অ্যাডামাস ইউনিভার্সিটি ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে সেমিনার ও মাস্টারক্লাসের আয়োজন করা হয়েছে। ডিজিটাল যুগে সিনেমা বিষয়ে মাস্টারক্লাস পরিচালনা করবেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়।এবারের উৎসবে ৩০টিরও বেশি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। নতুন সংযোজনের মধ্যে রয়েছে সেরা পোস্টার ডিজাইন, সেরা সাউন্ড ডিজাইন এবং Courage of Creation – প্রযোজক পুরস্কার। চলচ্চিত্র জগতে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ একাধিক বিশেষ সম্মাননা।ফেস্টিভ্যালের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, শর্ট ফিল্মই ভবিষ্যতের সিনেমা এবং IKSFF নতুন কণ্ঠস্বরের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী জানান, বিভিন্ন দেশ ও প্রজন্মের গল্পকে একত্রিত করার মধ্য দিয়েই উৎসবটি আরও আন্তর্জাতিক রূপ পেয়েছে।২৫ জানুয়ারি রোটারি সদনে গ্র্যান্ড ক্লোজিং ও অ্যাওয়ার্ড সেরিমনির মাধ্যমে এই ছয় দিনের চলচ্চিত্র উৎসবের সমাপ্তি ঘটবে।

Posted inCitylights
