তাপস রায়,কলকাতা, ১৪ জানুয়ারি, ২০২৬: জন কল্যাণ ট্রাস্ট কলকাতার লোক ভবনে একটি বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাননীয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোস উপস্থিত ছিলেন এবং প্রতীকীভাবে পাঁচজন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে জন কল্যাণ ট্রাস্টের ₹২৫ লক্ষ টাকার শিক্ষা সহায়তা কর্মসূচির সূচনা হয়। ট্রাস্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় এককালীন অনুদান ও বৃত্তির মাধ্যমে প্রায় ৫০ জন আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী শিক্ষার্থী উপকৃত হবেন।
বৃত্তি প্রাপ্তদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী রয়েছেন, যাঁরা মাধ্যমিক স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, শিক্ষা সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ধরনের উদ্যোগ সমান সুযোগ সৃষ্টিতে সহায়ক।
অনুষ্ঠানে জন কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ শ্রী কুনাল পাটোডিয়া জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনও মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত জন কল্যাণ ট্রাস্ট শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

