InShot 20251223

ঢাকুরিয়ায় অত্যাধুনিক MSK রেডিওলজি ক্লিনিক চালু মণিপাল হাসপাতালের


আজটকস ,কলকাতা:মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া পূর্ব ভারতে রোগনির্ণয় ও ইমেজ-গাইডেড চিকিৎসার পরিকাঠামো আরও মজবুত করতে তাদের অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা করল। মঙ্গলবার কলকাতায় এই বিশেষায়িত ক্লিনিকের উদ্বোধন হয়, যেখানে হাড়, জয়েন্ট, পেশি, স্নায়ু ও খেলাধুলাজনিত আঘাতের জন্য উচ্চ-রেজোলিউশন ইমেজিং ও ইমেজ-গাইডেড চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান – রেডিওলজি ডা. হিরক রায় চৌধুরী, ডিরেক্টর – ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডা. সুভাষ কুমার তোদি, কনসালট্যান্ট – অর্থোপেডিক্স ডা. কাঞ্চন ভট্টাচার্য, কনসালট্যান্ট – নিউরোলজি ডা. কৌশিক দত্ত এবং হাসপাতাল ডিরেক্টর শ্রী দিলীপ কুমার রায়। অর্থোপেডিক্স, রিউমাটোলজি, নিউরোলজি, অনকোলজি ও স্পোর্টস মেডিসিনের জন্য একটি সমন্বিত সেন্টার হিসেবে পরিকল্পিত এই ক্লিনিকে উচ্চ-রেজোলিউশন USG ও MRI-এর পাশাপাশি বিভিন্ন ইমেজ-গাইডেড ডায়াগনস্টিক ও থেরাপিউটিক পদ্ধতি চালু করা হয়েছে, যার মাধ্যমে আরও নিখুঁত রোগনির্ণয়, দ্রুত ব্যথা উপশম এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব হবে। ডা. হিরক রায় চৌধুরী জানান, উন্নত ইমেজিং ও মিনিমালি ইনভেসিভ ইমেজ-গাইডেড হস্তক্ষেপের ফলে মাস্কিউলোস্কেলেটাল রোগের চিকিৎসায় নির্ভুলতা ও দীর্ঘমেয়াদি ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এই ক্লিনিকে পেরিফেরাল নার্ভ ইমেজিং ও ইন্টারভেনশন, নার্ভ ব্লক ও অ্যাবলেশন, PRP ইনজেকশন, নরম টিস্যু, হাড়, পেশি ও স্নায়ুর বায়োপসি, ইমেজ-গাইডেড অনকোলজি ইন্টারভেনশনসহ কার্পাল টানেল সিনড্রোম, ফ্রোজেন শোল্ডার, আর্থ্রাইটিস, বার্সাইটিস ও স্পোর্টস ইনজুরির মতো সমস্যার চিকিৎসা করা হবে। ডা. কাঞ্চন ভট্টাচার্য বলেন, সঠিক ইমেজিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই আঘাত ও ডিজেনারেটিভ সমস্যাগুলি শনাক্ত করা সম্ভব হবে, যা লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও সার্জিক্যাল পরিকল্পনায় সহায়ক। ডা. সুভাষ কুমার তোদি জানান, মিনিমালি ইনভেসিভ ইমেজ-গাইডেড প্রক্রিয়াগুলি রোগীর ঝুঁকি ও সুস্থ হয়ে ওঠার সময় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে যেসব রোগীর একাধিক জটিল শারীরিক সমস্যা রয়েছে। হাসপাতাল ডিরেক্টর শ্রী দিলীপ কুমার রায় বলেন, এই MSK রেডিওলজি ক্লিনিক মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার নির্ভুলতা-নির্ভর ও রোগী-কেন্দ্রিক চিকিৎসার প্রতিশ্রুতিরই প্রতিফলন, যার ফলে কলকাতা ও আশপাশের এলাকার মানুষ বাড়ির কাছেই বিশ্বমানের রোগনির্ণয় ও আধুনিক মিনিমালি ইনভেসিভ চিকিৎসা পরিষেবা পাবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *