InShot 20260103

গোলাপের মহোৎসবে কলকাতা

সংবাদ প্রতিবেদন:তাপস রায়
রঙে, সুবাসে ও সৌন্দর্যে ভর করে গোলাপ আবারও কলকাতাকে এনে দিল ভারতের ফুলচাষের কেন্দ্রবিন্দুতে, বেঙ্গল রোজ সোসাইটির উদ্যোগে ও ইন্ডিয়ান রোজ ফেডারেশনের তত্ত্বাবধানে লায়ন্স সাফারি পার্কে অনুষ্ঠিত ৪২তম ইন্ডিয়ান রোজ কনভেনশন ও অল ইন্ডিয়া রোজ শো যেন এক অনন্য গোলাপ-উৎসব, যেখানে দেশের নানা প্রান্ত থেকে আগত গোলাপপ্রেমী, রোজারিয়ান ও বিশেষজ্ঞদের মিলনমেলায় ফুটে উঠেছে ভারতের গোলাপ চাষের বৈচিত্র্য ও সম্ভাবনা, প্রায় ২,৫০০টি কাট রোজের সমাহার আর ৭০০-রও বেশি টবজাত গোলাপের প্রদর্শনীতে একাধিক টবে শতাধিক ফুলে ভরা গাছগুলি দর্শকদের বিস্মিত করেছে এবং প্রমাণ করেছে যে উন্নত চাষপদ্ধতি, সূক্ষ্ম উদ্যানতাত্ত্বিক কৌশল ও সৃজনশীল সংকরায়ণের মাধ্যমে গোলাপ কেবল ফুল নয় বরং এক জীবন্ত শিল্পরূপ, বেঙ্গল রোজ সোসাইটির সভাপতি ডঃ নরেন্দ্র দাদলানি এই আয়োজনকে বাংলার গোলাপ চাষিদের দীর্ঘদিনের নিষ্ঠা ও উদ্ভাবনী মানসিকতার স্বীকৃতি হিসেবে উল্লেখ করে বলেন এই কনভেনশন গোলাপের সৌন্দর্যের পাশাপাশি বৈজ্ঞানিক ও টেকসই চাষের বার্তাও বহন করছে, বিশ্ব রোজ মহলের বিশিষ্ট প্রতিনিধিরা বাংলার টবজাত গোলাপে নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে একে আন্তর্জাতিক মানচিত্রে ভারতের শক্ত অবস্থানের প্রতীক হিসেবে দেখছেন, গোলাপকে ঘিরে কারিগরি আলোচনা, ভবিষ্যৎ প্রবণতা ও জ্ঞান বিনিময়ের মধ্য দিয়ে এই সম্মেলন প্রমাণ করল যে গোলাপ আজ শুধু বাগানের শোভা নয় বরং ভারতের ফুলচাষের সম্ভাবনাময় ভবিষ্যতের সুগন্ধি প্রতীক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *