কলকাতা: হিন্দুস্থান ক্লাব লিমিটেডের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হল ‘রেইজিং দ্য ডাস্ট’ মিনি ম্যারাথন সিজন ৩, যা দক্ষিণ কলকাতাকে রূপ দিল ফিটনেস, সহনশীলতা ও সামষ্টিক চেতনার এক প্রাণবন্ত উৎসবে। ‘রান ফর আ হেলদি ইউ’ থিমে আয়োজিত এই ম্যারাথন ক্লাবের গৌরবময় ৮০তম বর্ষপূর্তির উদ্যাপনের অংশ হিসেবে ক্রীড়া ও সুস্বাস্থ্যের বার্তাকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেয়। ভোরের আলোয় হিন্দুস্থান ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু ও সমাপ্ত হওয়া এই দৌড়ে স্কুলপড়ুয়া শিশু থেকে প্রবীণ নাগরিক—সব মিলিয়ে ১,৫০০-রও বেশি মানুষ অংশ নেন। ৩ কিমি ফান রান, ৫ কিমি ও ১০ কিমি—এই তিনটি বিভাগে আয়োজিত দৌড়ে সিজন ৩-এ বিশেষ ৫ কিমি লুপ ও বয়সভিত্তিক পডিয়াম ক্যাটেগরি সংযোজন করা হয়। প্রতিটি ফিনিশারকে দেওয়া হয় ড্রাই-ফিট জার্সি, রেস বিব, বিশেষ ফিনিশার মেডেল ও পুষ্টিকর হট ব্রেকফাস্ট। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত গুরবক্স সিং এই উদ্যোগের প্রশংসা করেন। ক্লাব সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা জানান, এটি কেবল একটি ম্যারাথন নয়, বরং সুস্বাস্থ্য ও ঐক্যের উদ্যাপন। হোনোরারি জয়েন্ট সেক্রেটারি ও কনভেনর স্বাতী বিহানি বলেন, অংশগ্রহণকারীদের উদ্দীপনা ভবিষ্যতে এই আয়োজনকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ‘রেইজিং দ্য ডাস্ট’ সিজন ৩ কলকাতার ক্রীড়া ও সামাজিক পরিসরে হিন্দুস্থান ক্লাবের সক্রিয় ভূমিকা আরও একবার তুলে ধরল।

Posted inCitylights
