মহালয়ার সন্ধ্যায় তানিশক-এ উৎসবের আবাহন

Red blue modern breaking news youtube thumbnail (27)

তাপস রায়: মহালয়ার বিশেষ সন্ধ্যায় বেহালা তানিশক শোরুমে উন্মোচন করা হলো ২০২৫ সালের শারদ উৎসব উপলক্ষে আকর্ষণীয় ‘আবাহন’ কালেকশন। ক্রেতা সাধারণের উপস্থিতিতেই এই নতুন ডাকের সাজের গহনার সংগ্রহের সূচনা হয়।

এদিন শোরুমে প্রতিটি কাউন্টারে ছিল উপচে পড়া ভিড়। কেউ কিনছেন প্রতিদিনের ব্যবহারযোগ্য গহনা, আবার কেউ ব্যস্ত বিয়ের কালেকশন বাছাই করতে। ইতিমধ্যেই তানিশক-এর গহনার প্রতি মহিলাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার উপর ‘আবাহন’ কালেকশন যোগ করেছে এক নতুন মাত্রা।

স্টোর ম্যানেজার দেবাশীষ সাহা জানান, শুধুমাত্র কালেকশন উন্মোচন নয়, প্রিয় গ্রাহকদের নিয়ে র‌্যাম্প শো আয়োজন করায় উৎসবের আমেজ যেন আরও রঙিন হয়ে উঠেছে।

সব মিলিয়ে সোনার ঊর্ধ্বমুখী দামের মাঝেও তানিক্সে এই নতুন কালেকশন ক্রেতাদের কাছে এনেছে আলাদা উৎসবের আনন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *