কলকাতা,আদি যাদবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপূজা ২০২৫-এ কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পূজোর দিনগুলিতে ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ স্বামী মৃন্ময় মহারাজের হাতে তুলে দেওয়া হয় শাড়ি, ধুতি, কম্বল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। এই মানবিক উদ্যোগকে স্বামী মৃন্ময় মহারাজ আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং সমাজকল্যাণমূলক এই প্রয়াসকে অত্যন্ত মহৎ বলেই অভিহিত করেন। শুধুমাত্র সামাজিক দায়িত্ব পালনের মধ্যেই থেমে না থেকে পূজো কমিটি পরিবেশের দিকেও বিশেষ নজর দিয়েছে। পূজো প্রাঙ্গণের সামনে যাদবপুর ইস্ট রোডে সবুজায়নের লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি মহারাজের মন জয় করে নেয়। তিনি এই পরিবেশবান্ধব চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এরকম সচেতন ও দায়িত্বশীল প্রয়াস সমাজকে সঠিক দিশা দেখায়।
সেবায় ভাসে আদি যাদবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি,সবুজে মোড়ানো পূজো তাদের প্রাঙ্গন
