পুরুষরাও সাবধান,আছে স্তন ক্যান্সার এর ঝুঁকি!

Inshot 20251014 090219514

তাপস রায়,কলকাতা:
স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল এক বিশেষ উদ্যোগ — “ম্যামো মিশন”। মণিপাল হাসপাতাল ই এম বাইপাস এবং লেডিজ সার্কেল ইন্ডিয়া যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। মূলত মহিলাদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করা, আগেভাগে রোগ শনাক্তকরণে উৎসাহ দেওয়া এবং সমাজের সুবিধাবঞ্চিত অংশের কাছে বিনামূল্যে স্ক্রিনিংয়ের সুযোগ পৌঁছে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের উদ্দেশ্য। উপস্থিত ছিলেন ডা. নেহা চৌধুরী, ডা. পূজা আগরওয়াল এবং লেডিজ সার্কেল ইন্ডিয়ার পক্ষ থেকে সিআর মানসি শাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বছরের বার্তা “Every Story is Unique, Every Journey Matters”–এর সঙ্গে সঙ্গতি রেখে এই অনুষ্ঠানে প্রতিটি ক্যান্সার যাত্রাকে সম্মান জানানো হয় এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। মণিপাল হাসপাতাল ই এম বাইপাস লেডিজ সার্কেল ইন্ডিয়ার সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসক পরামর্শ এবং প্রয়োজনে ২০টি বিনামূল্যে ম্যামোগ্রাম পরীক্ষার ব্যবস্থা করেছে। “Check. Thrive. Protect.” — এই স্লোগানকে সামনে রেখে লেডিজ সার্কেল ইন্ডিয়া দেশজুড়ে “ম্যামো মিশন” শুরু করেছে, যার মূল লক্ষ্য মহিলাদের শিক্ষা, সচেতনতা এবং স্ক্রিনিংয়ের সুবিধা দেওয়া। চিকিৎসকরা জানান, নিয়মিত স্ব-পরীক্ষা ও আগেভাগে ম্যামোগ্রাম করালে স্তন ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। সচেতনতা ও আলোচনা প্রসঙ্গে ডাঃ নেহা চৌধুরী পুরুদআলোচনা চক্রের মাঝে পুরুষদের স্তন ক্যানসার উপর আলোকপাত ,এদিনের উদ্যোগ টিকে সমৃদ্ধ করে। বাস্তবে সামাজিক পরিবর্তন আনতে এই ধরনের উদ্যোগ স্বাস্থ্য সচেতনতায় একটি সামাজিক আন্দোলনে পরিণত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *