InShot 20260107

সম্মানিত সময়ের সঙ্গে ছুটে চলা নীরব নায়করা

তাপস রায়,কলকাতা:বিশ্ব অ্যাম্বুল্যান্স দিবস উপলক্ষে মণিপাল হাসপাতাল কলকাতা আয়োজন করল ‘Salute the Real Heroes Family’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুল্যান্স চালক ও তাঁদের পরিবারের প্রতি সম্মানজ্ঞাপন। জরুরি চিকিৎসা পরিষেবায় প্রথম সাড়া দেওয়া এই নীরব নায়কদের অবদান ও তাঁদের পরিবারের নীরব ত্যাগকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে মণিপাল হাসপাতালের বিভিন্ন ইউনিটের বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত থেকে অ্যাম্বুল্যান্স চালকদের দায়িত্বনিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন। এই দিনে চালক ও তাঁদের পরিবারের জন্য বিশেষ ওয়েলনেস প্ল্যান ও প্রিভিলেজ কার্ড চালু করা হয়, নির্বাচিত চালকদের সম্মাননা প্রদান করা হয় এবং চিকিৎসকদের পরিচালনায় বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়, যা জরুরি মুহূর্তে জীবনরক্ষার সক্ষমতা আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি সচেতনতামূলক স্বাস্থ্য সেশন ও প্রতীকী অ্যাম্বুল্যান্স র‍্যালির মাধ্যমে দ্রুততা ও প্রস্তুতির বার্তা তুলে ধরা হয়। মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অ্যাম্বুল্যান্স চালকরাই বহু ক্ষেত্রে রোগীর প্রথম চিকিৎসা সংযোগ এবং তাঁদের দ্রুত সিদ্ধান্ত অসংখ্য প্রাণ বাঁচায়, তাই এই নীরব নায়ক ও তাঁদের পরিবারের পাশে থাকাই এই উদ্যোগের মূল লক্ষ্য।:বিশ্ব অ্যাম্বুল্যান্স দিবস উপলক্ষে মণিপাল হাসপাতাল কলকাতা আয়োজন করল ‘Salute the Real Heroes Family’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুল্যান্স চালক ও তাঁদের পরিবারের প্রতি সম্মানজ্ঞাপন। জরুরি চিকিৎসা পরিষেবায় প্রথম সাড়া দেওয়া এই নীরব নায়কদের অবদান ও তাঁদের পরিবারের নীরব ত্যাগকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে মণিপাল হাসপাতালের বিভিন্ন ইউনিটের বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত থেকে অ্যাম্বুল্যান্স চালকদের দায়িত্বনিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন। এই দিনে চালক ও তাঁদের পরিবারের জন্য বিশেষ ওয়েলনেস প্ল্যান ও প্রিভিলেজ কার্ড চালু করা হয়, নির্বাচিত চালকদের সম্মাননা প্রদান করা হয় এবং চিকিৎসকদের পরিচালনায় বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়, যা জরুরি মুহূর্তে জীবনরক্ষার সক্ষমতা আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি সচেতনতামূলক স্বাস্থ্য সেশন ও প্রতীকী অ্যাম্বুল্যান্স র‍্যালির মাধ্যমে দ্রুততা ও প্রস্তুতির বার্তা তুলে ধরা হয়। মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অ্যাম্বুল্যান্স চালকরাই বহু ক্ষেত্রে রোগীর প্রথম চিকিৎসা সংযোগ এবং তাঁদের দ্রুত সিদ্ধান্ত অসংখ্য প্রাণ বাঁচায়, তাই এই নীরব নায়ক ও তাঁদের পরিবারের পাশে থাকাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সময়ের সঙ্গে ছুটে চলা নীরব নায়করা

বিশ্ব অ্যাম্বুল্যান্স দিবস উপলক্ষে মণিপাল হাসপাতাল কলকাতা আয়োজন করল ‘Salute the Real Heroes Family’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুল্যান্স চালক ও তাঁদের পরিবারের প্রতি সম্মানজ্ঞাপন। জরুরি চিকিৎসা পরিষেবায় প্রথম সাড়া দেওয়া এই নীরব নায়কদের অবদান ও তাঁদের পরিবারের নীরব ত্যাগকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে মণিপাল হাসপাতালের বিভিন্ন ইউনিটের বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত থেকে অ্যাম্বুল্যান্স চালকদের দায়িত্বনিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন। এই দিনে চালক ও তাঁদের পরিবারের জন্য বিশেষ ওয়েলনেস প্ল্যান ও প্রিভিলেজ কার্ড চালু করা হয়, নির্বাচিত চালকদের সম্মাননা প্রদান করা হয় এবং চিকিৎসকদের পরিচালনায় বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়, যা জরুরি মুহূর্তে জীবনরক্ষার সক্ষমতা আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি সচেতনতামূলক স্বাস্থ্য সেশন ও প্রতীকী অ্যাম্বুল্যান্স র‍্যালির মাধ্যমে দ্রুততা ও প্রস্তুতির বার্তা তুলে ধরা হয়। মণিপাল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অ্যাম্বুল্যান্স চালকরাই বহু ক্ষেত্রে রোগীর প্রথম চিকিৎসা সংযোগ এবং তাঁদের দ্রুত সিদ্ধান্ত অসংখ্য প্রাণ বাঁচায়, তাই এই নীরব নায়ক ও তাঁদের পরিবারের পাশে থাকাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *