তাপস রায়, নিউ আলিপুর:ভোরের কুয়াশা কাটিয়ে উঠতেই ,ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করলো নিউ আলিপুরে সুরুচি সংঘ।নিজেদের ক্লাব প্রাঙ্গণে সংঘের আধিকারিক দের মাধ্যমে পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ এর ছবি উঠে আসে ২৬ শে জানুয়ারির সকালটিতে।সব মিলিয়ে সদস্যদের সকলের মধ্য মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ে একটি প্রাণবন্ত ত্রিবর্ন সকাল কে স্পর্শ করলো স্থানীয় পল্লীবাসীবৃন্দ।

Posted inCitylights